আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ

আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন পদত্যাগ করেছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুর  দুইটার দিকে ছাত্র আন্দোলনের তোপের মুখে  এই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি। এর আগে গত ২০ আগস্ট অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল থেকেই একাডেমিক ভবনের সামনে জড়ো হতে থাকে। কিন্ত অধ্যক্ষের দেখা না পেয়ে অফিস কক্ষ ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।  এর চার দিন পর আজ শনিবার অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন কলেজে আসেন।  এ সময় ছাত্রদের তোপের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন তিনি । পদত্যাগ পত্রে স্বাক্ষর করলে উপস্থিত শিক্ষার্থীরা বলে উঠেন ” এতদিনে কর্ণেল মালেক
মেডিকেল কলেজ স্বাধীন হলো”। এ বিষয়ে জান্তে চাইলে কোন মন্তব্য করেননি অধ্যক্ষ ডা. মো: জাকির হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ