-
- সারাদেশ
- মানিকগঞ্জে খেলাফত মজলিশের মিছিল সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সময়ঃ আগস্ট, ২৫, ২০২৪, ২:৪২ অপরাহ্ণ
- 123 বার পড়া হয়েছে
আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিনকগঞ্জ) : মানিকগঞ্জে ১৫ দফা দাবিতে মিছিল ও সবাবেশ করেছে খেলাফত মজলিশ । রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শাখার উদ্যেগে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ উনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফরায়েজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আহমদ আলী কাশেমী। অনুষ্ঠাানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সাধারণ সম্পাদক মাওলানা মো: সামসুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মোওলানা মোহাম্মদ আবু বক্কর, ইসলামী যুব মজলিশের জেলা সভাপতি দেওয়ান তানজিল আহমেদ, ক্রমিক মজলিসের সভাপতি মাওলানা জাবের আল সাফা প্রমুখ। প্রদান অতিথি তার বক্তব্যে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের তালিকা প্রকাশ করে তাদেরে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং সরকারী ভাবে মাসিক ভাতা চালু করতে হবে। গণহত্যার দায়ে অপরাধী শেখ হাসিনা সহ সকল নির্দেশদাতা ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আওয়ামীলীগ আমলে বিরোধী মত দমনে করা সকল গুম ও খুনের বিচার করা করতে হবে।
ভারতীয় পানি আগ্রাসন ও অসম পানি বন্টনের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে বিচারের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে ভারতীয় সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে সেনা সদস্যদের গণহত্যার আদেশদাতা ও হামলাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে। ২০১৩ সালের হেফাজত নেতাকর্মীদের উপর বর্বরচিত হামলা ও গন হত্যার দায়ে দোষীদের যথাযথ শাস্তি দিতে হবে এবং সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজ সকল এমপি, মন্ত্রী, সচিবসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ নেতা ও দোসরদের ব্যাংক একাউন্ট সহ সকল অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে সহ পনরটি দাবী করেন বক্তারা
। সমাবেশ শেষে শহীদ রফিক সড়কে একটি বিশাল মিছিল বের করা জেলা খেলাফত মজলিশের নেতাকর্মীরা। মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন মিছিলে অংশগ্রহণকারীরা।
এই বিভাগের আরও সংবাদ