আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের উদ্বোধন করলেন – আফরোজা খান রিতা

 আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করলেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্ট ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
আজ (২৬ আগসবট) সোমবার বেলা ১২ টর দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানর আয়োজন করে।
জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব গোস্বামীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অনির্বান পালের সঞ্চালনায় প্রধান অতিথি আফরোজা খান রিতা
বলেন,বিএনপি হচ্ছে জনগনের দল।জনগনের ভালবাসার ফলেই আবার বিএনপি ১৭ বছর পর আপনাদের মাঝে ফিরে এসেছে।বিএনপি জনগনের কল্যাণে কাজ করে।
আফরোজা খান রিতা  আরে বলেন, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। আজকে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জে হিন্দু মসুলমানদের মিলন মেলায় পরিনত হওয়াই তা প্রমান করে । এই দৃশ্য সারা বাংলাদেশে একটি মডেল হিসাবে স্থান পাবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, এই দিনটি উপলক্ষে প্রতি বছর সাতটি উপজেলা থেকে আগত হিন্দুধর্মের নেতৃবৃন্দের নিয়ে শহরে বিরাট বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হত। কিন্তু এ বছর র‌্যালী করতে যে অর্থ ব্যায় করা হয় সেই অর্থ বর্নাতদের মাঝে কেন্দ্রীয় ভাবে পাঠিয়ে দেওয়া হবে। চলতি বছরের ন্যায় আগামীতে যেন এ ধরনের হিন্দুধর্মীয় উৎসব সুষ্ঠু ভাবে করতে পারি  এরজন্য বিএনপি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান,যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন,আব্দুস সালাম বাদল ও সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার,জামায়াতে ইসলামীর জেলা নেতা অধ্যাপক আব্দুল মজিদ,যুবদলের জেলা আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট জিন্নাহ খান,সদস্য সচিব এডভোকেট রকিবুল ইসলাম রাকিব,ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল খালেক শুভসহ পূজা উদযাপন পরিষদ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য সনাতন ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হলেন বিষ্ণুর পূর্ণ অবতার। তাই সনাতন  ধর্মে  শ্রীকৃষ্ণকে ভগবান  উপাধিতে ভূষিত করা হয়। তিনি  ছিলেন ভাগবদ গীতার  প্রবর্তক। প্রতি বছর ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্মোৎসব পালন করা হয়। তারই ধারা বাহিকতায় এবারও সারা দেশের ন্যায় মানিকগঞ্জে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে দিবসটি পালিক হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ