আবুল বাশার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন ২৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গত ৪ জুলাই ঢাকা আরিচা- মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ত্ব পালন করতে যেয়ে এ হামলার শিকার হন তিনি।
জানাযায়, গত ৪ আগস্ট সরকার পতনের দাবিতে সারা দেশের ন্যায় মানিকগঞ্জে ও ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। তারা মানিকগঞ্জের মানরা এলাকায় ঢাকা -আরিচা মহাসড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ- আন্দোলন করতে থাকে।
এটি এন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজন
এ সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছালে কিছু দুষ্কৃতিকারীরা তাকে পেছন থেকে লাঠি দিয়ে এলোপাথারী ভাবে প্রহার করতে থাকে। দুষ্কৃতিকারীদের লাঠির আঘাতে তার বাম পায়ের দুটি হাড় ভেঙ্গে যায়। এসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতাল থেকে স্থানান্তর করে কর্নেল মেডিকেল কলেজ হাসপাল পরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ আগস্ট সফল ভাবে অপারেশন শেষ হয়। বর্তমানে ২৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
শহিদুল ইসলাম সুজন জানান, তার পায়ের অপারেশন সফল ভাবে হয়েছে। এখন পায়ের অবস্থা অনেকটা ভালোর দিকে। তবে স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে আরো ৬/৭ মাস সময় লাগবে।
এঘটনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুঞ্জুরুল আলমসহ বেশ কয়েক জন সংবাদকর্মী আহত হয়।
আহত শহিদুল ইসলাম সুজন এটিএন বাংলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক টেলিগ্ৰাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক।