আব্বাসী স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
আজ সোমবার( ২ সেপ্টেম্বর)সকালের দিকে মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় তারাসীমা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের মৃত খুদি শেখের ছেলে মোহাম্মদ রফিক শেখ (৩৫)। গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি রুপল চন্দ্র দাস বলেন,সোমবার সকালে নয়াডিঙ্গী তারাসিমা গার্মেন্টস এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন বাসের সাথে আরিচা-গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা রফিক শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।