ছোটন সরদার, রাজশাহী : জাতীয় আদিবাসী পরিষদের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় গনকপাড়ায়, সকাল দশটায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডীর সভাপতিত্বে, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজওয়াড়, কেন্দ্রীয় সদস্য রাজ কুমার শাও,রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শুশেন কুমার শ্যামদুয়ার ও মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ী শাখার সভাপতি রবিন হেম্ব্রম ও সাধারণ সম্পাদক সোনা বাবু হেম্ব্রম।আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন, পৃথক মন্ত্রণালয় সহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য, সমতলের সকল জেলা এবং উপজেলায় সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন করে, পঞ্চম কেন্দ্রীয় সম্মেলন সাফল্যমণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং বর্তমান সরকারের নিকট আদিবাসীদের নিরাপত্তার জোর দাবি জানান আদিবাসী নেতাকর্মীরা। ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho