প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৭:৪০ পি.এম
এ্যাডভোকেসী প্লাটফর্ম সমূহ ও প্রকল্প অংশগ্রহণকারীদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ছোটন সরদার, রাজশাহী : আন্তর্জাতিক সংস্থা হেকসের সকল এ্যাডভোকেসী প্লাটফর্মের প্রতিনিধীগনের সাথে থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স (থ্রাইভ)প্রকল্প অংশগ্রহণকারীদের ০৯সেপ্টেম্বর সোমবার নাচোল বিআরডিবি হলরুমে দিনব্যাপী এসমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।হেকসের ট্যেকনিক্যাল অফিসার পাপন সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্লাটফর্মের সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।সমন্বয় সভায় উপস্থিত ছিলেন হেকসের সিনিয়র পার্টনারশিপ কোঅর্ডিনেটর এ এফ এম রুকুনুল ইসলাম,ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল এ্যাডভোকেসী অফিসার আনোয়ার হোসেন, রাজশাহী প্লাটফর্মের সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, বিশিষ্ট সাংবাদিক বদিয়ুজ্জামান নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার,চাপাইনবয়াবগঞ্জ প্লাটফমের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, পবা প্লাটফর্মের সভাপতি এস এম আশরাফুল হক তোতা তানোর সভাপতি শনিয়া সরদার, চাপাইননবাবগঞ্জ সদর সভাপতি মোস্তাক হোসেন দূর্গাপুরের সাধারণ গোলাপী সরেনসহ থ্রাইভ প্রকল্পে অংশ্রগ্রনকারী সকল সভাপতি ও সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho