-
- সারাদেশ
- মানিকগঞ্জে ফাইনাল ফুটবল খেলায় বাগজান সবুজ সংঘ চ্যাম্পিয়ন
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ১৪, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ
- 39 বার পড়া হয়েছে
আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের মুলজান মাঠে মরহুম খোরশেদ আলম স্বরণে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় বাগজান সবুজ সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। তারা চরগড়পাড়া শহীদ চাঁন মিয়া স্মৃতি সংঘকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জের দীঘি ইউনিয়নের মুলজান উচ্চ বিদ্যালয় মাঠে মুলজান প্রগতি সংঘ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
প্রতিযোগীতাপূর্ন খেলায় মোট আটটি দল অংশ নেয়। পরে বাগজান সবুজ সংঘ ক্লাব ও চরগড়পাড়া শহীদ চাঁন মিয়া স্মৃতি সংঘ ফাইনালে উঠে।
ফাইনাল খেলায় চরগড়পাড়া শহীদ চাঁন মিয়া স্মৃতি সংঘকে দুই এক গোলে পরাজিত করে বাগজান সবুজ সংঘ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুনস্কার বিতরণ করা হয়। মুলজান প্রগতি সংঘের সভাপতি মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে এবং মুলজান প্রগতি সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ফরহাদ এর সঞ্চালনায় বক্তারা বলেন,দীর্ঘদিন ক্রীড়াঙ্গন কুক্ষিগত ছিল। কোথাও খেলাধুলার পরিবেশ ছিল না। সকল ক্ষেত্রেই দলীয় করন করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পর দেশে খেলাধুলার পরিবেশ ফিরে এসেছে।
এসময় মুলজান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খোন্দকার আক্কাছ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কাবুল উদ্দিন খান, মির্জা জানে আলম, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আতিকুর রহমান ফরিদ, মূলজান প্রগতি সংগের সাবেক সভাপতি সানাউল হক টুলু, গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা, মোঃ সাজেদুর রহমান মামুন, মোঃ হাবিলুর রহমান বড়মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন পর প্রতিযোগীতা পূর্ণ ফুটবল টুর্নামেন্ট দেখতে নারী পুরুষ সহ প্রচুর দর্শক সমাগম হয়।
এই বিভাগের আরও সংবাদ