আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

মানিকগঞ্জে মাজার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আব্বাসী স্টাফ রিপোর্টার ,মানিকগঞ্জ : দেশের বিভিন্ন এলাকায় ওলি-আউলিয়াদের মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে ঝিটকা শরীফ সার্বজনীন সূফি কল্যাণ পরিষদ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন  করে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার দরবার থেকে আগত ভক্ত ও আশেকানরা ঐহিহ্যবাহী ঝিটকা বাজারে সমবেত হতে থাকে। বেলা  এগারোটায় ঝিটকা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন এলাকা প্রক্ষিণ  শেষে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন দরবার-এ লোকমানিয়ার খাদেম সৈয়দ আখতার হোসেন, জসিমিয়া দরবার শরিফের পীর সাহেব জসিম মোল্লা, ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ, দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী, দেওয়ান রশিদিয়া দরবার শরীফের দাউদ আহাম্মেদ চিশতী,  আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল, রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, এশকে মাওলা দরবার শরীফের পীর সসহেব হিমেল আল চিশতী, ফকির মাওলা দরবার শরীফের আরিফ সরকার ও বাঠইমুড়ি শাহী মঞ্জিলের জুয়েল মাহমুদ খান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ওলি-আওলিয়াদের দেশ। ৩৬০ জন ওলি আউলিয়াদের মাধ্যমেই এদশে ইসলাম প্রচার শুরু হয়েছে। সম্প্রতি দেশেরর বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মাজার ধ্বংস করা হয়েছে। রাতের আধারে মাজারগুলো ভাঙা হচ্ছে। যারা মাজার ভাংচুর করছে তারা ইসলামপন্থি নয়। কারণ ইসলাম হলো শান্তির প্রতীক।
তারা বলেন, ‘যদি আর একটা মাজার ভাঙা হয়, তাহলে এদেশের ইসলাম প্রিয় মানুষেরা ঘরে বসে থাকবে না। সারদেশে প্রতিবাদের ঝড় উঠবে। যে সকল মাজার ভাংচুর করা হয়েছে তা দ্রুত সংস্কার করতে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন দরবার থেকে সহস্রাধিক ভক্ত ও আশেকানরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ