আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং

নেচে গেয়ে উৎযাপিত আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব

ছোটন সরদার : আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব নেচে গেয়ে উৎযাপিত হয়েছে।নওগাঁ জেলার মহাদেবপুর নাটশালে ১৭ মঙ্গলবার রাত ০৮ টায় ভাদ্রীয় পূর্নিমায় কারাম ডাল পুজোর মধ্যদিয়ে ২৯ তম কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও নাটশাল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজোকরা। বেলা তিনটায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট বাবুল রবিদাসের আনুষ্ঠানিক উদ্ভোদনে আলোচনা সভায়, আমিন কুজুরের সভাপতিত্বে,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব আরিফুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মহাদেবপুর, নওগাঁ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়,কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুধীর তির্কী, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক  ছোটন সরদার,আজাদুল ইসলাম আজাদ সভাপতি মহাদেবপুর প্রেসক্লাব।উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আজাদ হোসেন মুরাদ,প্রয়াত সবিন মুন্ডার সহধর্মিণী, মালতী  রানীসহ, মহাদেবপুরের সভাপতি অলোক উরাও সাধারণ সম্পাদক নয়ন পাহান,  মহাদেবপুর ছাত্র পরিষদের সভাপতি নিশিকান্ত উরাও, নিতি মুন্ডা প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসীরা ঐতিহ্যবাহী কারাম নৃত্য প্রদশন করে আনন্দ উল্লাসে কারাম উৎসব সাফল্যমন্ডিত করে।অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ