-
- সারাদেশ
- দশম গ্রেডের দাবীতে মানিকগঞ্জে সহকারী শিক্ষকদের মানববন্ধন
- প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর, ২৪, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
- 17 বার পড়া হয়েছে
আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে দশম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানিকগঞ্জ পিটিআই প্রশিক্ষণার্থী ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন এই মানববন্ধনের আয়োজন করে। পিটিআই ২০২৪-২৫ সেশনের প্রশিক্ষনার্থী কমিটির সভাপতি মো: জসিম উদ্দীনের সভাপতিত্বে মো: তৌফিক নেওয়াজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সম্পাদক তানজিলা খানম, সহ -সভাপতি রাজিব কুমার বসাক, সহ সাধারন সম্পাদক তরুণ সূত্রধর, আলতাফ হোসাইন, লুবনা আক্তার, আওলাদ হোসাইন, রত্না আক্তার, ইফতেখার আলম, মো: মনিরুল ইসলাম প্রমুখ ।
মানববন্ধনে শিক্ষকরা তাদের বেতন বৈষম্য সমস্যা সমাধানে দশম গ্রেড বাস্তবায়নের দ্রুত দাবী জানান।
এই বিভাগের আরও সংবাদ