নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় পোশাক শ্রমিকদের উস্কানি মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অভিযোগে আওয়ামীলীগ নেতাসহ ৮জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলো, দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জাহিদুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩),মো. রাব্বি মিয়া (২৫), মো. মিজানুর রহমান (৩৮),জাহিদুল (৩৮), মো. শুক্কুর আলী (৪০)। এর মধ্যে দেওয়ান আব্দুল হাই আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ পায়তারা করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্ন ভাবে শ্রমিকদের উস্কানি দিয়ে গার্মেন্টস ভাংচুর,রাস্তা ব্যারিকেট দিয়ে গাড়ী ভাংচুরসহ গাড়ী পুড়িয়ে অপুরণীয় ক্ষতি করে আসছে।
এমনকি আইনশৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনীর উপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এসব উস্কানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের কঠোর হস্তে দমন এবং আইনের আওতায় আনার জন্য থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযানে গত সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ও নিয়মিত মামলায় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, পোশাক শিল্পে বাংলাদের অর্থনীতি নির্ভরশীল। এই শিল্পকে ধ্বংস করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র ও পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চলে আমাদের যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানে ৮জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে সপর্দ করেছি। এই অভিযান অব্যাহত আছে।