নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক সুমন পাটোয়ারী (২১) হত্যা মামলার এজহারভুক্ত আসামি বিল্লাল হোসেন অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছন আশুলিয়া থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত কাইছাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন অভি (৩৫) যুবলীগ কর্মী ও আশুলিয়া কাইছাবাড়ীর দুলাল হোসেনের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বাইপাইল মোড়ে আসে পোশাক শ্রমিক সুমন পাটোয়ারী (২১)। এসময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় জীবন বাচাতে দৌড়ে পালাতে গিয়ে মাথার পিছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল বাইপাইল মোড়ে পাকা রাস্তায় পরে থাকে সুমন। সুমনের বাবা লোকমাধ্যম ছেলের মৃত্যুর খবর শুনে বিকেল সাড়ে তিনটার দিকে আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থলে আসেন। গুলিবিদ্ধ অবস্থায় বাইপাইল মোড় থেকে ছেলেকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ওইদিন গ্রামের বাড়ি দিনাজপুর নিয়ে সুমনকে দাফন করা হয়। পড়ে ছেলে হত্যার বিচার চেয়ে নিহতের বাবা ওমর ফারুক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার ১০নাম্বার আসামী বিল্লাল হোসেন অভি।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, হত্যা মামলার এজাহার নামিয় একজন আসামী গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।