প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৭:৩৩ পি.এম
মানিকগঞ্জে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দুজনই নিখোঁজ

আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে শিশু মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দৃজনেই নিখোঁজ হয়েছে।
আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর খেয়াঘাট এলাকায় এঘটনা ঘটেছে।
শিবালয়ের আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ বাবা ও মেয়ে হলেন, সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তাঁর মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী আর তাঁর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহিদুর তার মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে বাড়ির পাশে বারাহিরচর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নিয়ে যান। সাঁতরানো অবস্তার একপর্যায়ে বোতলের মুখা খুলে ভেতরে পানি প্রবেশ করে। এতে রাফা পানির নিচে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হয়। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, বাবা ও মেয়ে নিখোঁজদের ঘটনায় তাঁদের উদ্ধার অভিযান চালছে
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho