আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

ফিলিস্তিনিদের দুর্দশার জন্য পুরো বিশ্বকে দায়ী করলেন প্রেসিডেন্ট আব্বাস

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের জনগণের সঙ্গে যা হচ্ছে তার জন্য পুরো বিশ্বকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ কথা বলেন তিনি।

জাতিসংঘের দেয়া ভাষণে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘এ অপরাধ বন্ধ করুন। এখন এটা থামান। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। ইসরায়েলে আগ্নেয়াস্ত্র পাঠানো বন্ধ করুন। আমাদের জনগণের সঙ্গে যা হচ্ছে তার জন্য পুরো বিশ্ব দায়ী।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তারা গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করেননি। কিন্তু তার দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ইসরায়েল গাজায় ‘পূর্ণমাত্রায় গণহত্যা চালাচ্ছে’ বলে অভিযোগ করে তিনি বলেছেন, ‘আমি জানতে চাই, তাহলে ১৫ হাজার শিশুকে কে হত্যা করল?’

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ইসরায়েলি দখলদারি ও গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমরা (ফিলিস্তিন ছেড়ে) চলে যাব না। ফিলিস্তিন আমাদের জন্মভূমি। যদি এটি ছেড়ে কাউকে যেতেই হয় তবে দখলদাররা যাবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি। ইসরায়েল এ সংগঠনের অংশ হওয়ার যোগ্য না। আমি জানি না যুক্তরাষ্ট্র কীভাবে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য জোর দিতে পারে।’

‘গাজায় গণহত্যা’ পরিচালনার জন্য ইসরায়েলকে জাতিসংঘ থেকে বাদ দেওয়ার আহ্বানও জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা এ বিষয়ে ইউএনজিএ-তে একটি আবেদন জমা দিতে যাচ্ছি।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ