আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ): বাংলাদেশ জামায়াতের ইসলামী মানিকগঞ্জ জেলার ভাড়ারিয়া ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সদর উপজেলার খাবাশপুর কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্টিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলাম আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন ।
 সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যারা অন্যায় ভাবে নিরীহ মানুষকে বিনা বিচারে ফাঁসি দিয়েছেন জেল খাটিয়েছেন তাদের অবশ্যই বিচার করতে হবে।
 তিনি বলেন, মীর কাসেম আলী বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করেছেন। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি সর্বদা চেষ্টা করেছেন। তার এই উন্নয়নের চেষ্টাকে ফ্যাসিবাদী আ.লীগ সরকার সহ্য করতে না পেরে তাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন আমরা এর বিচার চাই।
ভাড়ারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতের মানিকগঞ্জ জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
অ্যাডভোকেট জামাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জাকিরুল ইসলাম খান,ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ বাবুল হোসেন
সদর উপজেলা আমির মোঃ ফজলুল হক, সদর জামায়াতের বাইতুলমাল সম্পাদক এডভোকেট সালাউদ্দিন, জামায়াত নেতা ম.জহির উদ্দিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ