আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

বৃষ্টি বিঘ্ন কানপুর টেস্ট যা জানালো আবহাওয়া অফিস 

 

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন। আগের রাত থেকে ঝরতে থাকা বৃষ্টির কারণে শনিবার একটি বলও খেলা সম্ভব হলো না। চা বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেন আম্পায়াররা।

এর আগে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে খেলা হয় মাত্র ৩৫ ওভার, ৩ উইকেট হারায় বাংলাদেশ। আশার প্রতীক হয়ে একপ্রান্ত আগলে রাখেন মুমিনুল হক, আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সঙ্গ দেন মুশফিকুর রহিম।

বৃষ্টির দাপট কমলে তৃতীয় দিন সকালে ৩ উইকেটে ১০৭ রানে খেলা শুরু করবেন মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের।

দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে রোববার ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। এক মুহূর্তে বৃষ্টি, পরমুহূর্তে নেই- কানপুরের মাঠকর্মীদের রীতিমতো দ্বিধায় ফেলে দেয় বেরসিক আবহাওয়া।

আবহাওয়া অফিস অবশ্য আগেই জানিয়েছিল, দ্বিতীয় দিনে ৮০ শতাংশ বৃষ্টির আশঙ্কা আছে। এদিনও পুরো ৯০ ওভার খেলা না হওয়ার আশঙ্কাই বেশি।

বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ