০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবেদনময়ী ভঙ্গিতে ভুল ভুলাইয়া ৩ নিয়ে আসছে বিদ্যা বলান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ এবার দীপাবলিতে আসছে ভুল ভুলাইয়া ৩। এতে রুহ বাবা চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানেকে। তার সঙ্গে মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান। আর প্রথম ঝলকেই ক্ষেপে গেলেন বিদ্যা বালান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রকাশ্যে এল ভুল ভুলাইয়া ৩ এর প্রথমঝলক। আর প্রথমেই দেদারসে গালি! এটা দিয়েছেন বিদ্যা বালন। ‌প্রথম শব্দটা ‘শাঁকচুন্নি’।

এরপর বাছা বাছা বাংলা গালি! ভাবছেন, হঠাৎ কেন এমন ক্ষেপে গেলেন বিদ্যা বালান? তা হবে না? তার সিংহাসন যে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। ভাবছেন, এসব কী আবোল তাবোল বলা হচ্ছে! এটাই আসন্ন ভুল ভুলাইয়া ৩ এর প্রথম ঝলকের প্রথম দৃশ্য!

টিজারের শুরুতেই বিদ্যা বালানের গালিগালাজ দিয়ে শোনা যায়। এরপরই নেপথ্যে শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা।

তিনি বলে ওঠেন, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।’

অর্থাৎ আবার ভুল ভুলাইয়া ৩ এর দরজা খুলবে। আর মঞ্জুলিকা তার খেল দেখাবে। সঙ্গে প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক এবং তৃপ্তির হালকা রোমান্সের দৃশ্য। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাউনি এবং হাসি।

তবে কানাঘুষোয় যে শোনা যাচ্ছে, মাধুরী দীক্ষিতও থাকবেন এ সিনেমায় ! তবে ক্যামিও চরিত্রে। কিন্তু সেটার কোনও প্রমাণ টিজারে মিলল না। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটা জলবদ্ধতা নিরাসনে অবৈধ নেট,পাটা, অপসারণ করলেন নির্বাহী কর্মকর্তা

আবেদনময়ী ভঙ্গিতে ভুল ভুলাইয়া ৩ নিয়ে আসছে বিদ্যা বলান

প্রকাশের সময়ঃ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ এবার দীপাবলিতে আসছে ভুল ভুলাইয়া ৩। এতে রুহ বাবা চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানেকে। তার সঙ্গে মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান। আর প্রথম ঝলকেই ক্ষেপে গেলেন বিদ্যা বালান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রকাশ্যে এল ভুল ভুলাইয়া ৩ এর প্রথমঝলক। আর প্রথমেই দেদারসে গালি! এটা দিয়েছেন বিদ্যা বালন। ‌প্রথম শব্দটা ‘শাঁকচুন্নি’।

এরপর বাছা বাছা বাংলা গালি! ভাবছেন, হঠাৎ কেন এমন ক্ষেপে গেলেন বিদ্যা বালান? তা হবে না? তার সিংহাসন যে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। ভাবছেন, এসব কী আবোল তাবোল বলা হচ্ছে! এটাই আসন্ন ভুল ভুলাইয়া ৩ এর প্রথম ঝলকের প্রথম দৃশ্য!

টিজারের শুরুতেই বিদ্যা বালানের গালিগালাজ দিয়ে শোনা যায়। এরপরই নেপথ্যে শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা।

তিনি বলে ওঠেন, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।’

অর্থাৎ আবার ভুল ভুলাইয়া ৩ এর দরজা খুলবে। আর মঞ্জুলিকা তার খেল দেখাবে। সঙ্গে প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক এবং তৃপ্তির হালকা রোমান্সের দৃশ্য। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাউনি এবং হাসি।

তবে কানাঘুষোয় যে শোনা যাচ্ছে, মাধুরী দীক্ষিতও থাকবেন এ সিনেমায় ! তবে ক্যামিও চরিত্রে। কিন্তু সেটার কোনও প্রমাণ টিজারে মিলল না। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।