নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয়তায় ঈর্শনীয় হয়ে কাল্পনিক তথ্য উপস্থাপন করে ঢাকার আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এমন মিথ্যা তথ্যে সংবাদ উপস্থাপন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ।
ওই বিএনপি নেতার নাম আমিনুল ইসলাম পিয়ার আলী। তিনি আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি।
আশুলিয়ার বিএনপির একাধিক জনের কাছ থেকে জানা যায়, পরিছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি রয়েছে তার। গেল আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক হামলা মামলার শিকার হলেও বিএনপির আদর্শ থেকে সড়াতে পারেনি। ঐক্যবদ্ধ আশুলিয়া থানা বিএনপিকে আগলে রেখেছেন সঠিক নেতৃত্বে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পলানোর পর তাকে নিয়ে শুরু হয় ষড়যন্ত্র। একের পর এক মিথ্যাচার করছে একটি চক্র।
সবশেষ গত ২৮ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন পত্রিকায় “আ.লীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে” ইত্যাদি কিছু শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। যা সাংবাদিকদের ভূল বুঝিয়ে, ভুল তথ্য উপস্থাপন করে সংবাদটি করানো হয়েছে। যেই ঘটনার কোনো অস্তিত্বই নেই।
বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে। তিনি জানান, অসত্য, মনগড়া, কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন একটি চক্র। যা খুব দুঃখজনক। আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সঙ্গে এধরণের মিথ্যা তথ্য দেখে কাউকে বিভ্রান্তি না হতে অনুরোধ করছি। এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, পরবর্তী আইনী পক্রিয়ার মাধ্যমে সম্মানহানী কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।