নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় বকেয়া পাওনাদি পরিশোধে বার্ডস গ্রুপের শ্রমিকরা প্রায় ২৭ ঘণ্টা ধরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসুচি পালন করছে। এতে তীব্র যানজটে সৃষ্টি হয়ে উত্তর বঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল সকাল ৮টা থেকে বাইপাইলের বুড়িরবাজার এলাকায় লেঅফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে নবীনগর -চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এখন পযন্ত অবস্থান করেছে।
যানা যায়, গত আগস্ট মাসের ২৮তারিখে বার্ডস গ্রুপের চারটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ এর ১২(৮) ধারায় লে-অফ ঘোষণা করা হয়।ওই সময় তারা বাইপাইল-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।পরে কল কারখানা অধিদপ্তরে শ্রমিক প্রতিনিধি, ফেডারেশন নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে আজ সোমবার শ্রমিকদের পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত হয়। শ্রমিকরা পাওনাদির জন্য সকালে কারখানার সামনে এসে দেখেন, গেটে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে। এতে উত্তেজিত হয়ে তারা সড়ক অবরোধ করে রেখেছ।
এ সময় এক পথচারীর সাথে কথা হলে তিনি জানানা, আমি সিরাজগঞ্জ যাবার উদ্দেশ্যে বের হয়েছি, পারিবারিক প্রয়োজনে আমাকে বাড়ি যেতেই হবে। রাস্তায় এসে দেখছি এই অবস্থা। আমি জানি না কি ভাবে যাব।