প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৬:১৪ পি.এম
ফরিদপুরের মধুখালী উপজেলায় নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তাগনের এক দফা দাবিতে কর্ম বিরতি পালন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : আজ ১/১০/২০২৪ ইং. তারিখ মঙ্গলবার হইতে নার্সিং ও মিডওয়াইফারি সংষ্কার পরিষদ মধুখালী শাখার আয়োজনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ, ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং এবং মিডওয়াইফারি কর্মকর্তাগণ এক দফা াদাবি আদায়ের প্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ "মধুখালি উপজেলা শাখা" হতে আজকের নির্ধারিত (সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত) কর্মবিরতি পালন করছে। উনারা আরো জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত উক্ত কর্মবিরতি চলতে থাকবে। নার্সিং ও মিডওয়াইফারি কর্মকর্তা গন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছুক্ষণ অবস্থান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho