-
- সারাদেশ
- মানিকগঞ্জের মিতরা ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সময়ঃ অক্টোবর, ১, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
- 20 বার পড়া হয়েছে
আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের সেবা মাস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা আউটলেট শাখার উদ্যোগে এক গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ব্যাংকের হলরুমে তাওহিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এ গ্রাহক সেবা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন।
শাহিনুর ইসলাম তারেকের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মিতরা লিটল ফ্লাওয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক,ব্যবসায়ী আসলাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান,মোঃ আব্দুস সালাম,মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন ,গ্ৰাহকদের আমানতের টাকা ইসলামী ব্যাংক সুদ মুক্ত ব্যবসা পরিচালনা করে থাকে। এখানে গ্রাহকদের টাকা হারানোর কোন ভয় নেই। অল্প কয়েকদিনই ইসলামী ব্যাংক আবার পূর্বের ন্যায় সুনাম অর্জন করেছে।
এই বিভাগের আরও সংবাদ