নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ জেলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবুল হুসাইন। তিনি বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক ড. মোনায়ার হোসেন মোল্লা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার কর্তৃক বাছাই কমিটিতে তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।
“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪” মানিকগঞ্জ জেলা পর্যায়ে তিনি প্রথম হন। এর আগে ২০২২ সালেও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাহিত হন তিনি।