০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের তেল উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে যেকোন সময় হামলা  

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৬:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদকঃ ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা করছে ইসরাইল। এতে দেশটির তেল উৎপাদন কেন্দ্র ও অন্যান্য কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ইরানের তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরাইল।

বুধবার (২ অক্টোবর) এক্সিওস নিউজ সাইটের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের পরিকল্পা অনুযায়ী এর সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের তেল উৎপাদন স্থাপনা। তবে, ইরানের জেষ্ঠ্য নেতাদের হত্যা করার লক্ষ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলার সম্ভাবনা রয়েছে।

 এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে হামলার সময়ও নির্ধারণ করা হয়নি। তবে ইসরাইল কয়েকদিনের মধ্যেই হামলা চালাতে পারে।

 ইসরাইলি কর্মকর্তা আরও জানিয়েছেন, যদি ইসরাইলের প্রতিশোধমূলক হামলার জবাবে তেহরান আরেকটি হামলা চালায় সেক্ষেত্রে ইরানের পরমাণু স্থাপনায় হামলাসহ সব ধরনের বিকল্পই ইসরাইলের বিবেচনায় থাকবে।

মঙ্গলবারের (১ অক্টোবর) ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরাইলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে এবং ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ইরানের তেল উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে যেকোন সময় হামলা  

প্রকাশের সময়ঃ ০৬:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

 

 

নিজস্ব প্রতিবেদকঃ ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনা করছে ইসরাইল। এতে দেশটির তেল উৎপাদন কেন্দ্র ও অন্যান্য কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ইরানের তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরাইল।

বুধবার (২ অক্টোবর) এক্সিওস নিউজ সাইটের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের পরিকল্পা অনুযায়ী এর সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের তেল উৎপাদন স্থাপনা। তবে, ইরানের জেষ্ঠ্য নেতাদের হত্যা করার লক্ষ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলার সম্ভাবনা রয়েছে।

 এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সঙ্গে হামলার সময়ও নির্ধারণ করা হয়নি। তবে ইসরাইল কয়েকদিনের মধ্যেই হামলা চালাতে পারে।

 ইসরাইলি কর্মকর্তা আরও জানিয়েছেন, যদি ইসরাইলের প্রতিশোধমূলক হামলার জবাবে তেহরান আরেকটি হামলা চালায় সেক্ষেত্রে ইরানের পরমাণু স্থাপনায় হামলাসহ সব ধরনের বিকল্পই ইসরাইলের বিবেচনায় থাকবে।

মঙ্গলবারের (১ অক্টোবর) ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইসরাইলে আক্রমণ করার জন্য প্রথমবারের মতো ‘হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করেছে এবং ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।