আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং

ফরিদপুরের মধুখালী উপজেলায় পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালি উপজেলায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর)  বেলা ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলানায়তনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এস নুরুজ্জামান, কামারখালী ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা পিআইও আব্দুল আলীম,  মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার মিঠুন কুমার বিশ্বাস , মধুখালী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ রায় প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মধুখালী উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ