আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

প্রীতিলতার চরিত্রে দেখা যাবে পরীমনিকে

 

​​নিজস্ব প্রতিবেদকঃ পরীমনি নানান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেই যিনি অধিক পরিচিত। এই দীর্ঘ অভিনয় জীবনে তার কোনো সিনেমা হিট-সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি। তারপরও ফেসবুক অনুসারীতে তিনি অভিনয় অঙ্গনের সবাইকে ছাড়িয়ে।

এবার ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমার শূটিং শুরু হতে যাচ্ছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বলেন, আমাদের সিনেমার একটা অংশের শূটিং শেষ হয়েছে, কিছু অংশের শূটিং বাকি আছে। পরীমনি মা হওয়ার কারণে একটা গ্যাপ তৈরি হয়। এখন মনে হচ্ছে, পরীমনি আগের অবস্থায় ফিরে এসেছেন, তাই আশা করছি, বছরের শেষে ডিসেম্বরে শূটিং শুরু করতে পারব। এদিকে ‘রঙিলা কিতাব’ সিরিজের মুক্তির অপেক্ষায় রয়েছেন পরীমনি। এই অভিনেত্রী বলেন, কাজ বলতে এখন রঙিলা কিতাবের অপেক্ষায় আছি।

সেটি তো অক্টোবরে মুক্তি পাচ্ছে। এই সিরিজে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। হইচইতে মুক্তি পাবে সিরিজটি। কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ