আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

দুর্লভ উদ্ভিদ ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতাত্তিক নিদর্শন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রির্পোটার (মানিকগঞ্জ) : দিনের সাথে বদলে যাচ্ছে জলবায়ু ও ঋতুবৈচিত্র্য। এতে হারিয়ে যাচ্ছে অনেক দুর্লভ প্রজাতির উদ্ভিদ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব উদ্ভিদ সংরক্ষণের অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়িতে দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
শনিবার (০৫ অক্টোবর) সকালে প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব ও  আইডিএলসি ফাইন্যান্স এসব গাছ রোপণ করে।
দুর্লভ প্রজাতির গাছের  মধ্যে স্বর্ণচাঁপা, নাগমনি, জগডুমুর, কনকচাঁপা, শিউলি, সোনালু, জ্যাকারান্ডা, নাগলিঙ্গম, গর্জন, রক্তন, নারিকেল, বৌদ্ধ নারিকেল, উদাল, আমড়া, ডেউয়া, সুপারি, হরীতকী গাছের চারা অন্যতম।
ঔতিহ্যবাহী তেওতা জমিদার বাড়িতে এসব গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন তরুপল্লব এর সহ সভাপতি জনাব শাহজাহান মৃধা বেনু, নির্বাহী কমিটির সদস্য সাহানা চৌধুরী, ইমাম গাজী, উর্মি লোহানী, লায়লা আহমেদ, পাখি পর্যবেক্ষক ও আলোকচিত্রী জনাব জালাল আহমেদ, লেখক গোলাম শফিক। আইডিএলসি ফাইন্যান্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাসুদ করিম, ফারহানা শারমিন,খন্দকার নাগিব আনোয়ার। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন এবং এসি ল্যান্ড মহম্মদ ফয়েজসহ প্রমুখ।
তরুপল্লব এর সহ সভাপতি জনাব শাহজাহান মৃধা বেনু গণমাধ্যম কর্মীদের বলেন, দেশে রঙিন উদ্যান তৈরিতে কাজ করে যাচ্ছে তরুপল্লব। বিপন্ন ও দুর্লভ প্রজাতির গাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বীজ বা চারা সংগ্রহ করে নিরাপদ স্থানে রোপণের ব্যবস্থা করছি। এর ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়িতে চারা রোপণ করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ