প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৭:৪২ পি.এম
মানিকগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের পানি উন্নয়ন বোর্ডের পাশের একটি পরিত্যক্ত ভবনের বারান্দা থেকে জহুরা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত ওই নারীর বাড়ী জেলার ঘিওর উপজেলার করচাবাঁধা এলাকার হারান মিয়ার মেয়ে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন, নিহত ওই নারী মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে সব সময় চলাফেরা করতো। তার নির্দিষ্ট কোন পেশা ছিলো না। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গেও তার কোন সম্পর্ক নেই।
দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় অবহিত করলে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের বিভিন্ন স্থানে পঁচন ধরে গেছে। ধারনা করা হচ্ছে, মরদেহটি আরও কয়েকদিন আগে থেকেই ওই খানে পড়ে রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি আমান উল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho