আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন 

মধুখালী উপজেলা প্রতিনিধি :  আজ ৫ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ফরিদপুরের মধুখালীতে, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে  হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও তাকে হেনস্তা করার প্রতিবাদে দুই নামধারী ফেসবুক পেজ সাংবাদিক জুয়েল শরীফ, রাকিবুল ইসলাম মিঠুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
মধুখালী রেলগেটে ঢাকা খুলনা মহাসড়কে এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে, মানববন্ধনে অংশ নেন মাধ্যমিক শিক্ষা পরিবার, মূল ধারার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ। জানা যায় শুকতারা টিভির জুয়েল শরীফ ও এসটিভি নিউজ এর সাংবাদিক রকিবুল হাসান মিঠু, তারা দুজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর অফিস কক্ষে গিয়ে,তার সাথে অশালীন আচরন করে,পরবর্তীতে রকিবুল ইসলাম মিঠু বাদী হয়ে, ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করে, এমন তথ্য তারা ফেসবুকে ছড়িয়ে দেয়। এমন খবর পেয়ে মধুখালী উপজেলা শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষকরা জানান ইতিপূর্বে এই দুজন ব্যক্তি  বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে,মিথ্যা বানোয়াট ও উদ্ভট খবর প্রচার করবে, এমন ভয় দেখিয়ে চাঁদাবাজি করেছে। সাংবাদিকদের সুনাম নষ্ট করেছে।
শত শত শিক্ষকদের উপস্থিতিতে মানববন্ধনে, সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম শিমুলের পরিচালনায়  সভাপতিত্ব করেন মীরের কাপাসাটিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মীর নাজমুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কামরুল ইসলাম, এছাড়া আরো বক্তব্য রাখেন ছকরীকান্দী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রাধারানী ভৌমিক, দয়ারামপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মৃধা রোকনুজ্জামান, উদ্দীপন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শারমিন আক্তার, ভুসনা লক্ষণদিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষক নেতা, নাজির হোসেন মৃধা ও বশির উদ্দিন কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরফিন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, শাহ হাবিব সিনিয়র মাদ্রাসা সহকারী শিক্ষক কামাল উদ্দিন মাস্টার, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রোকনুজ্জামান রোকন, সহকারী শিক্ষক কেয়া সুলতানা, সহকারী শিক্ষক রিফাত জাহান সহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং অভিযুক্ত দুই কথিত সাংবাদিককে বয়কট ও তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ