আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

ফাইনালি আমি বুঝতে পারসি, আমি যে একটা ছাগল; মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদকঃ বছরজুড়ে রাজনীতি বিবাহ বিচ্ছেদসহ জীবনের নানা জটিলতা সামনে এলেও এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। ফেসবুকে সবসময় সরব তিনি। এবার নিজেকে ছাগল বলে আখ্যায়িত করলেন অভিনেত্রী নিজেই।

শনিবার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।’

নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা। মাহি বললেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ’।

এর আগে তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় কালো-খয়েরি রঙের শাড়ি পরেছেন তিনি। খোলা চুলে হিন্দি গানে কোমর দুলিয়ে নাচছেন এই নায়িকা। চোখে মোটা কাজল, কপালে ছোট টিপ। গাল ভরা মুচকি হাসিতে গানের সুরে তাল মেলাচ্ছেন তিনি।

মাহি তার ভিডিওটির ক্যাপশনে লেখেছিলেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’

বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই নায়িকা। এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে। যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন।

 সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন।

 ভক্তদের এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।

উল্লেখ্য, মাহি ব্যস্ত নায়িকার তকমা গায়ে লাগাতে চান না। এখন থেকে কাজ করবেন বেছে বেছে। তাকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ