নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা এবং এর জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে এক ভিডিও বার্তায় আন্তোনিও গুতেরেস এ কথা বলেন। আগামীকাল ৭ অক্টোবর ওই ঘটনার এক বছর পূর্তি হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গত ৭ অক্টোবরের হামলার ঘটনা হৃদয়কে ক্ষতবিক্ষত করে। ওই দিন যাঁরা নিহত হয়েছেন, যাঁরা যৌন সহিংসতাসহ বর্ণনাতীত সহিংসতার শিকার হয়েছেন, তাঁদের সবাইকে গভীরভাবে স্মরণ করছি।’
আন্তোনিও গুতেরেস আরও বলেন, ‘সব জিম্মির “নিঃশর্ত” মুক্তির জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।’
অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকাজুড়ে চলমান ‘মর্মান্তিক সহিংসতা ও রক্তপাতের’ বিষয়েও কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, এই যুদ্ধ শুরুতে গাজাকে আর এখন লেবাননকে খণ্ডবিখণ্ড করছে। সেই সঙ্গে এসব জায়গায় গভীর মানবিক সংকট জিইয়ে রেখেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho