আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

আটপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলা; আহত-৪

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুওজ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুখলেছ উদ্দিন খান এর নেতৃত্বে বিএনপির কর্মীদের উপর এক হামলার ঘটনা ঘটেছে। হামলায় মহিলা সহ আহত হয়েছেন ৩ জন।

জানা যায়, ০৬ অক্টোবর আনুমানিক দুপুর ১২ টায় দুওজ ইউনিয়ন বিএনপির কর্মী অনু মিয়া অটো নিয়ে যাওয়ার সময় দেখতে পান, সরকারি কাঁদা মাটির রাস্তায় গোহাল ঘরের পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে রাখা হয়েছে। অনু মিয়া রাস্তায় ড্রেন করার কারণ জানতে চাইলে মুখলেছ উদ্দিন খান এর ছেলে রাকিব (২৮) অনু মিয়াকে কিল ঘুষি মারে। পরে অনু মিয়া তার ভাই সুজন শেখ এবং রাজন শেখকে সাথে নিয়ে মুখলেছ উদ্দিন খান এর কাছে বিচার চাইতে গেলে মুখলেছ উদ্দিন খান ও তার ছেলে শাকিব (২৭), রাকিব (২৮), আরিফ (২৫), নাইম (২৪), আবারও অনু মিয়া এবং তার ভাইদের মারধর করে। অনু মিয়া ও তার ভাইয়েরা মার খেয়ে সেখান থেকে পালিয়ে গেলে মুখলেছ উদ্দিন খান এবং তার সন্তানেরা অনু মিয়ার বাড়িতে হামলা চালায় এবং অনু মিয়ার মা জহুরা বেগম (৭৫) কে লাঠি দিয়ে হাতে আঘাত করে।

বর্তমানে অনু মিয়া এবং তার পরিবারের সদস্যরা আটপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে অনু মিয়া বলেন, আওয়ামী সরকারের আমল থেকে মুখলেছ গ্রামবাসীদের অত্যাচার করে আসছে। সরকারের পতন হলেও তার সন্ত্রাসী কার্যক্রম চলমান আছে। আজ আমার পরিবারের উপর হামলা হল। আমি এর বিচার চাই।

দুওজ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুখলেছ উদ্দিন খান মুঠোফোনে প্রতিবেদকে বলেন, সাধারণ তর্কাতর্কির ঘটনা ঘটেছে। মারামারির বিষয়টি সাজানো। মারামারির কোনো ঘটনা ঘটেনি।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযত ব্যবস্থা নিব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ