মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রির্পোটার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। ঢাকের তালে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগররা ।
সরেজমিনে ভিভিন্ন মন্ডপে ঘুরে জানা গেছে, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিমা। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলেছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। মন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব সিসিটিভি ব্যবস্থা,দর্শনার্থী নারী পুরুষ আলাদা লেন, জেনারেটর ব্যবস্থা, প্রতিটি মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা কাজ করবে।
মানিকগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রভাষক বাসুদেব সাহা জানান, মানিকগঞ্জের সাতটি উপজেলা এ বছর ৫১৩টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে জেলায় সুষ্ঠুভাবে পরিচালনা ও আইনশৃংখলা বিষয়ে প্রত্যেক মন্দির কিমিটির স্বেচ্ছাসেবক প্রতিনিধি,পুলিশ, আনছার, সেনাবাহিনীর সহযোগীতাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ১০ অক্টোরর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।