০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও গাজায় ইজরায়েলি হামলা, নিহত ৫৬

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৬ জন নিহত এবং আরও ২৭৮ জন আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন, যোগাযোগে ব্যবস্থা মারাত্বক খারাপ হওয়ায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এদিকে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৯৭ হাজার ৫৯০ জন ব্যক্তিও আহত হয়েছেন। এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপিতে জুলাই গণঅভ্যূত্থান  ও শহীদ দিবস পালিত

আবারও গাজায় ইজরায়েলি হামলা, নিহত ৫৬

প্রকাশের সময়ঃ ১২:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ  আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৬ জন নিহত এবং আরও ২৭৮ জন আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন, যোগাযোগে ব্যবস্থা মারাত্বক খারাপ হওয়ায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

এদিকে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৯৭ হাজার ৫৯০ জন ব্যক্তিও আহত হয়েছেন। এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি।