আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ ইং

নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ, ইরান-ইজরায়েল যুদ্ধের আভাস

 

নিজস্ব প্রতিবেদকঃ ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অগাস্টের পর বুধবারই দুই নেতার মধ্যে ফোনে কথা হল।

তারা কী আলাপ করেছেন সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তবে ইরান নিয়ে উত্তেজনা চলার মাঝে দেশটির বিরুদ্ধে ইসরায়েলের বদলার পরিকল্পনা নিয়েই বাইডেন-নেতানিয়াহু আলাপ করতে পারেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এর আগে ধারণা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

হোয়াইট হাউজ জানিয়েছে, বুধবার দুই নেতার এই ফোনালাপে যোগ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।

ইরান এবং লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের চলমান সংঘাতের সময়টিতে নেতানিয়াহুর সঙ্গে বাইডেন এবং হ্যারিসের এই ফোনালাপ যখন চলছে, ঠিক তখনই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হুমকি দিয়ে বলেছেন, ইরানে ইসরায়েলের পাল্টা হামলা “প্রাণঘাতী, নির্ভুল এবং বিস্ময়কর হবে।”

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর গোয়েন্দা ইউনিট সফরের সময় গ্যালান্ত বলেন, গত সপ্তাহে ইসরায়েলে ইরানের প্রায় ২০০ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ‘আগ্রাসী ছিল, কিন্তু নির্ভুল ছিল না।

“ইরানের হামলায় ইসরায়েলের বিমান বাহিনীর কোনও ক্ষতি হয়নি, সব রুটই সচল আছে, কাজের ধারা অব্যাহত আছে, একটি বিমানেরও ক্ষতি হয়নি, কোনও বেসামরিক নাগরিকও ক্ষতির শিকার হয়নি” বলে জানান গ্যালান্ত।

তবে তিনি বলেন, “আমাদের হামলা প্রাণঘাতী হবে, নির্ভূল হবে এবং সর্বোপরি বিস্ময়কর হবে। ইরান বুঝতেই পারবে না কী হল আর কীভাবে তা হল। তারা পরিণতি দেখতে পাবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ