আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং

প্রকাশিত ও সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে, স্যোসাল মিডিয়ার পেজ, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের উথলি বাসস্ট্যান্ডে হেলাল খান ফুড কর্ণারের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল শীর্ষক যে সংবাদ ও ভিডিও কন্টেন্ট প্রকাশ ও সম্প্রচারিত হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের অভিযোগ তোলা হয়েছে। যা সম্পূণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। আমি সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এলাকার একটি কুচক্রি মহল আমার ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুন্নু করার জন্য মিথ্যা ও গুজব প্রচার করে যাচ্ছে। আমি তাদের এই অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে, প্রায় ৩০ বছর ধরে উথলি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বসবাস করে আসছি। সম্প্রতি মহাসড়ক থেকে খাল পার হওয়ার জন্য নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করেছি। সেই সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করছে। আমার নিজস্ব জায়গায় বাড়ি সামনে হেলাল খান ফুড কর্ণারের নামে হোটেল ব্যবসা পরিচালনা করছি। গত সপ্তাহে টানা বৃষ্টিতে মহাসড়কের পাশে  চলাচলের সেতুর দু পাশে মাটি ধ্বসে যায়। এতে নিজস্ব অর্থায়নে করা সেতুটি ঝুকির মধ্যে পড়ে যায়। তাই আমি খুটি, প্লাষ্টিকের বেড়া ও বাশের সাপোট তৈরি করে মাটি ভরাট করেছি। সেতুটির দু’পাশে ফুল গাছ রোপন করে স্থানটির সৌন্দর্যবর্ধন করার পরিকল্পনা করেছি। কিন্তু, সেতুর দু’পাশে মাটি ভরাট দেখে একটি কুচক্রি মহল জমি দখলের মিথ্যা ও গুজব প্রচার করেছে। সাংবাদিকদের ভূল তথ্য পরিবেশন করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রকাশ ও সম্প্রচারের অপচেষ্টা চালিয়েছে। আমি বা আমার পরিবারের কেউ সড়ক ও জনপথ বিভাগের জমি দখলের চেষ্টা কখনও করিনি এবং ভবিষ্যতেও করবো না। প্রকাশিত ও সম্প্রচারিত সংবাদটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাই প্রকৃত ঘটনা ও তথ্য না জেনে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতি নৈতিকতার লঙ্ঘন বলে আমি মনে করি।
প্রতিবাদকারী ও ব্যাখ্যাদানকারী
মো. হেলাল উদ্দিন
স্বত্ত্বাধিকারি
হেলাল খান ফুড কর্ণার

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ