আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

পৃথক ঘটনায় নারায়ণগঞ্জ জেলা থেকে ৯দিনে ৯টি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পৃথক ঘটনায় গত ৯ দিনে নারায়ণগঞ্জে জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে লাশ উদ্ধারের ঘটনা। গত ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই ৯ দিনে  নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, ৯টি লাশ উদ্ধারের মধ্যে ৯ জনেরই অপমৃৃত্যু হয়েছে।

গত ১ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদনগরস্থ এলাকায় একটি ডকইয়ার্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মৃদুল (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিক মৃদুল নারায়ণগঞ্জের বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।

একইদিন নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় এলাকার জনৈক আব্দুল মান্নাফ মিয়ার বাড়ি থেকে হুমায়রা জান্নাত রাইসা (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু হুমায়রা জান্নাত রাইসা সুনামগঞ্জের ধামগড়ের সাখাতি গ্রামের প্রবাসী মো. আলী মিয়ার মেয়ে।

গত ২ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজিকান্দা এলাকায় রেলওয়ের পুকুর থেকে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

একইদিন নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজিকান্দি এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তবলী এলাকায় ধলেশ্বরী নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

গত ৪ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারের একটি মার্কেট থেকে নিজ দোকান থেকে সোহেল নামের এক জুয়েলারী ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে।

একইদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বিল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ৫ অক্টোবর বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বারপাড়া থেকে শরীফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরীফ হোসেন বারপাড়া গ্রামের মৃত বজলুর রশীদের ছেলে।

গত ৬ অক্টোবর বন্দর ইউনিয়নের কুশিয়ারাস্থ তিনগাঁও এলাকা থেকে সেলিনা বেগমের (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। সেলিনা বেগম তিনগাঁও এলাকার রবিউল হোসেনের স্ত্রী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ