১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চুরি হয়ে গেলো নরেন্দ্র মোদির দেওয়া কালীমন্দিরের সোনার মুকুট 

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০২:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার সোনার মুকুটটি চুরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছেন, তবে পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী মোদি যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিতে গিয়ে মা কালীর প্রতিমায় সোনার মুকুট পরিয়ে দেন। চুরির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা রানি সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি চলে যান। এরপর ঘটনার সময় মন্দিরে রেখা সরকারসহ অন্যান্য ভক্তরা উপস্থিত ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৪-২৫ বছরের এক যুবক দুপুর ২টা ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে কালী প্রতিমার পেছনে দাঁড়িয়ে মুকুটটি খুলে নিয়ে চলে যায়। স্থানীয়রা মনে করছেন, যুবকটি পরিকল্পিতভাবে কাজটি করেছেন।

শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মা কালীর ৫১ পীঠের একটি।

পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি জানিয়েছেন, তিনি মন্দিরে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার আগে রেখা রানিকে পরিচ্ছন্নতার নির্দেশনা দেন। খবর পেয়ে তিনি জানান, মুকুট চুরির বিষয়টি তাকে দর্শনার্থীদের মাধ্যমে জানানো হয়।

স্থানীয়রা পুরোহিতের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে এক যুবককে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটক করতে অভিযান চলছে।

শ্যামনগর থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঘোড়া জবাইয়ের অভিযোগে আটক এক, ১৫ দিনের কারাদণ্ড

চুরি হয়ে গেলো নরেন্দ্র মোদির দেওয়া কালীমন্দিরের সোনার মুকুট 

প্রকাশের সময়ঃ ০২:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার সোনার মুকুটটি চুরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক মুকুটটি চুরি করে নিয়ে যাচ্ছেন, তবে পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী মোদি যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিতে গিয়ে মা কালীর প্রতিমায় সোনার মুকুট পরিয়ে দেন। চুরির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা রানি সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি চলে যান। এরপর ঘটনার সময় মন্দিরে রেখা সরকারসহ অন্যান্য ভক্তরা উপস্থিত ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৪-২৫ বছরের এক যুবক দুপুর ২টা ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে কালী প্রতিমার পেছনে দাঁড়িয়ে মুকুটটি খুলে নিয়ে চলে যায়। স্থানীয়রা মনে করছেন, যুবকটি পরিকল্পিতভাবে কাজটি করেছেন।

শ্রী শ্রী যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মা কালীর ৫১ পীঠের একটি।

পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি জানিয়েছেন, তিনি মন্দিরে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার আগে রেখা রানিকে পরিচ্ছন্নতার নির্দেশনা দেন। খবর পেয়ে তিনি জানান, মুকুট চুরির বিষয়টি তাকে দর্শনার্থীদের মাধ্যমে জানানো হয়।

স্থানীয়রা পুরোহিতের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলেছেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে এক যুবককে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটক করতে অভিযান চলছে।

শ্যামনগর থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।