আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার মধ্যরাত থেকে টানা ২২ দিন সারা দেশে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এরই অংশ হিসেবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও শুরু হচ্ছে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। এ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে মাছের ঘাটগুলোতে মাইকিং করা হয়।

তা ছাড়া সব ঘাটে সতর্কতামূলক ব্যানার টানিয়ে দিয়েছে মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের ঋণের কিস্তি স্থগিত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক ও এনজিওগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

জানা যায়, প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ রক্ষায় টানা ২২ দিন সারা দেশে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময়ে ভোলার মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় পুরোপুরি নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে গত কয়েকদিন ধরেই মাছঘাটগুলোতে সচেতনামূলক মাইকিং ও ঘাটে ঘাটে ব্যানার টানিয়ে দিয়েছেন মৎস্য বিভাগ।

জেলে ও মৎস্যজীবিদের নিয়ে করা হয়েছে সভা সেমিনার। এছাড়াও নিষেধাজ্ঞাকালিন সময়ে জেলেদের ঋণের কিস্তি স্থগিত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক ও এনজিওগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে ভোলার জেলেরা আড়তদারের দাদন ও এনজিওর ঋণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। নিষেধাজ্ঞার সময়ে সরকার জেলেদের জন্য ২৫ কেজি চাল বরাদ্দ দিলেও সব জেলে এ চাল পায় না বলেও অভিযোগ রয়েছে।

যেসব জেলে সরকারি বরাদ্দের চাল পায় তারাও এক সপ্তহের বেশি এ চাল দিয়ে সংসার চালাতে পারেন না। ফলে অভিযানের সময়ে ঋণের বোঝা আরো ভারি হয় জেলেদের।

ভোলা সদর উপজেলার জেলে মো. লিটন মাঝি জানান, এ বছর নদীতে তেমন মাছের দেখা মেলেনি। গত ১৫-২০ দিন আগ থেকে কিছু মাছ ধরা পড়তেছে। তাও প্রয়োজনের তুলনায় অনেক কম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ