০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এক ঘণ্টায় ইসরায়েলে হিজবুল্লার ১০০ রকেট নিক্ষেপ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চলমান যুদ্ধাবস্থায় মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ উভয়ই এ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে প্রথম পর্যায়ে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু রকেট মাটিতে পড়েছে, যা নির্দেশ করে যে, কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত করেছে।

দ্বিতীয় পর্যায়ে আরও ২০টি রকেট নিক্ষেপের তথ্যও পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের মধ্যে কয়েকটি রকেট প্রতিহত করার দাবি করেছে।

হিজবুল্লাহর ছোড়া সর্বশেষ রকেটে ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী একশ রকেট নিক্ষেপের কথা জানিয়ে বিবৃতি দেওয়ার পর হিজবুল্লাহ নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণের দাবি জানিয়েছে হিজবুল্লাহ।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতির মায়ের জানাযা সম্পন্ন

এক ঘণ্টায় ইসরায়েলে হিজবুল্লার ১০০ রকেট নিক্ষেপ

প্রকাশের সময়ঃ ০১:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ চলমান যুদ্ধাবস্থায় মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ উভয়ই এ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে প্রথম পর্যায়ে ৮০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু রকেট মাটিতে পড়েছে, যা নির্দেশ করে যে, কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত করেছে।

দ্বিতীয় পর্যায়ে আরও ২০টি রকেট নিক্ষেপের তথ্যও পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের মধ্যে কয়েকটি রকেট প্রতিহত করার দাবি করেছে।

হিজবুল্লাহর ছোড়া সর্বশেষ রকেটে ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী একশ রকেট নিক্ষেপের কথা জানিয়ে বিবৃতি দেওয়ার পর হিজবুল্লাহ নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানায়, গত এক ঘণ্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জমায়েতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণের দাবি জানিয়েছে হিজবুল্লাহ।