আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

আগামী এক সপ্তাহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস 

নিজস্ব প্রতিবেদকঃ আগামী এক সপ্তাহের আবহাওয়ার পৃবাভাসে বলা হয়েছে এ সপ্তাহ জুরে বৃষ্টির প্রবণতা রয়েছে। এদিকে, তাপমাত্রা বাড়ারও সম্ভাবনা রয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানা গেছে।

এতে আরও বলা হয়েছ, দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ