নিজস্ব প্রতিবেদকঃ চলমান যুদ্ধাবস্থা অবসানে ইসরায়েলকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এই আহ্বান জানানো হয়। এসময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে রকেট হামলার বন্ধ করে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।
ইসরায়েলে ইহুদি ধর্মীয় উৎসব ইয়োম কিপোরের দিন হিজবুল্লাহ ৩শ’র বেশি রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর এই আহ্বান জানানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, যোদ্ধাদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হিজবুল্লাহ।
জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।
শনিবার সকালে পেন্টাগনের একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক পথে আসার’ আহ্বান জানিয়েছেন।
মার্কিন ওই বিবৃতিতে বলা হয়, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানে ইসরায়েলি হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন অস্টিন। এসময় শান্তিরক্ষী ও লেবানিজ আর্মির নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জোর দেন তিনি।