আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং

ধার্মিক পাত্র পেলে বিয়ে করে অভিনয় ছেড়ে দেব; প্রিয়াঙ্কা 

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিনের ক্যারিয়ারে মডেলিং, উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। বেশি ব্যস্ততা নাটক ঘিরেই।

কালবেলার সঙ্গে আলাপে অভিনেত্রীকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রিয়াঙ্কা বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব। এছাড়া বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।

অভিনয়কে পেশা হিসেবে নিলেও ধর্মীয় ব্যাপারে খুব গুরুত্ব দেন প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন বলে জানান তিনি। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করতে দেখা যায় তাকে। প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে তাকে বিষয়টি জানিয়েছেন।

ঘুমের আগে সুরা মুলক না পড়লে সেদিন শান্তিতে ঘুমাতে পারেন না বলেও জানান প্রিয়াঙ্কা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ