আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

৮০ হাজার বছর পর পর পৃথিবীর কাছে আসা ধূমকেতুটি দেখা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ মহাবিশ্বের নানা অমীমাংসিত রহস্যের খুব সামান্যই উন্মোচিত হয়েছে মানুষের কাছে। তারপরও প্রতিনিয়ত বিজ্ঞানীরা খোঁজ যাচ্ছে মহাকাশের কোথায় আছে কি। এমন অনুসন্ধানী চোখে এবার দেখা গেলো প্রতি ৮০ হাজার বছর পর পর দেখা যায় যে ধূমকেতুটি। এ-থ্রি বা সুচিনশান-অ্যাটলাস নামের ওই ধূমকেতু পৃথিবীর প্রায় ৪ কোটি ৪৯ লাখ মাইলের মধ্যে এসেছিল এবং এখনো রয়েছে নিকটেই। এমন বিরল সুযোগ কাজে লাগিয়ে, সুচিনশান-অ্যাটলাসের ছবি তুলেছেন মহাকাশ ফটোগ্রাফাররা।

ব্লুমবার্গ বলছে, এবার শনিবার (১২ অক্টোবর) রাতে দেখা সেই ধূমকেতুর দেখা মিলল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও এশিয়াজুড়ে মহাকাশ ফটোগ্রাফাররা এই ধূমকেতুর ছবি তুলতে সক্ষম হয়েছেন। তবে অন্যদের জন্য এখনও সুযোগ রয়েছে ছবি তোলার। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ধূমকেতুটির ছবি তোলা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

২০২৩ সালে দুটি মানমন্দির স্বাধীনভাবে ধূমকেতুটি আবিষ্কার করেছিল। এর মধ্যে একটি মানমন্দির ছিল চীনের সুচিনশান অবজারভেটরি এবং অপরটি দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস। পরে এই দুটি মানমন্দিরের নামে ধূমকেতুটির নামকরণ করা হয় সুচিনশান-অ্যাটলাস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ