প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৩:৪৬ পি.এম
মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

মো. চঞ্চল মাহমুদ খান, রিপোর্টার (মানিকগঞ্জ): হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে উৎযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শুক্লা সরকার, প্রতিবন্ধী সংগঠন-এমডিপিওডি'র পরিচালক এন্তাজ আলী, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অংশ। তাঁরা কারও বোঝা নয়। সমাজের মূল অংশের সাথে তাঁদের অন্তর্ভুক্ত ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি একযোগে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বোস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho