আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি ফজলুল- সম্পাদক কামরুল

আব্বাসী, স্টাফ রির্পোটার (মানিকগঞ্জ) :  মানিকগঞ্জে মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার সমিতির জেলা সম্মেলন ও  নতুন কমিটি গঠন হয়েছে।নবাগত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ পৌরসভা ৬ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিষ্ট্রার হযরত মাওলানা ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাগীর ইউনিয়নের  নিকাহ্ রেজিষ্ট্রার হাফেজ মাওলানা কামরুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলন শেষে সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান,মাওলানা আবু দাউদ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল হক। সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রব, মাওলানা মোঃ ইসহাক মিয়া,নুর মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাসান,প্রচার সম্পাদক হাফেজ মনিরুজ্জামান ,কোষাধ্যক্ষ আব্দুস সালাম,অফিস সম্পাদক কাজী মহিদুল রহমান।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন মোশাররফ হোসেন, কাজী আব্দুর রাজ্জাক,কাজী রুহুল আমিন জিন্নাহ,আব্দুল্লাহ আল মামুন, কাজী ফিরোজুল ইসলাম, কাজী আব্দুল আলীম,এ এস এম সাইফুল্লাহ।
মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুাব, জেলা রেজিস্ট্রার মোঃ জাহিদ হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ