আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

আওয়ামি লীগ সমর্থীত বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও

 

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগে সরকারের মদদপুষ্ট, তাদের সমর্থীত ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে- হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত- আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ