মোঃ চঞ্চল মামুদ খান স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এ সময় জেলেদের কাছে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আর জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা মঙ্গলবার রাতে শিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এস এম ফয়েজ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড অভিযুক্তরা হলেন-আলমগীর শেখ (৩৫), মো: স্বপন শেখ (৩২), মো: লাল চান শেখ (৩২)। দণ্ডভক্ত আসামিরা সবাই শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের বাসিন্দা।