আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ ইং

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন, ১৮ জনের কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: পদ্মা-যমুনায় নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় ১৮ জনকে  ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেল ৫: ৩০মিনিটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মোঃ শরিফ(২৪), হৃদয়(২৫), মোঃ রাছেল(২২), শফিকুল(১৮), নায়েব আলী(৭০), মোঃ আলীম(২২), সুরুজ্জামান(২৭), রবিউল(২৬), নুরনবী(১৮), মমিন(২৭), ইকবাল(৪৬), সুমন(২০), শহিদুল(১৮), সাগর(৩০), মতিয়ার রহমান(৩৬), সাদ্দাম হোসেন(৩০), খাইরুল ইসলাম(৩০), শরিফুল(২৪)। প্রত্যেকের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলা পদ্মা-যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫:৩০টা পর্যন্ত পদ্মা-যমুনা নদীতে আলোকদিয়া এলাকায় অভিযান চালায়  । এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ২ লক্ষাধিক  মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত প্রায় ৩ মণ ইলিশ স্থানীয় এতিম খানায় প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ