আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

দুর্গাপূজার মঞ্চে ইসলামি সঙ্গীত, যা বলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদকঃ গত শারদীয় দুর্গাপূজায় বাংলাদেশে পূজার মঞ্চ ইসলামি সঙ্গীত পরিবেশন নিয়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন,আমরা নিশ্চিতভাবেই বাংলাদেশ এবং অন্যত্রও ধর্মীয় স্বাধীনতার প্রতি অঙ্গীকারাবদ্ধ।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন,বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় ইসলামি সংগীত ও কুরআন তিলাওয়াতের বিষয়ে আরেকটি প্রশ্ন করেন। তিনি বলেন, এমন খবর আছে যে, হিজবুত তাহরীর এবং জামায়াতে ইসলামির অনুসারীরা বাংলাদেশে হিন্দুদের বৃহত্তম উৎসব দুর্গাপূজায় ইসলামিক গান পরিবেশন করেছেন এবং এমনকি জোর করে কুরআনের আয়াতও পাঠ করেছেন। মার্কিন প্রশাসন এই ঘটনাকে কীভাবে দেখছে?

জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই বাংলাদেশ এবং অন্যত্রও ধর্মীয় স্বাধীনতার প্রতি অঙ্গীকারাবদ্ধ। নির্দিষ্ট ওই ঘটনার বিষয়ে আমি আপনাকে পরে জবাব দেব। আপনি একটি জবাব পাবেন।’

-জনতা আন্দোলন ও তার পরবর্তী সময়ে বাংলাদেশে সংঘটিত সহিংসতা নিয়ে আবারও কথা বলেছে যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিচার চায়।

এরপর সেই সাংবাদিক প্রশ্ন করেন, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে ৮ আগস্ট পর্যন্ত হাসিনা-বিরোধী আন্দোলন চলকালীন সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় বাংলাদেশে ৩ হাজারের বেশি পুলিশ নিহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে চার শতাধিক থানা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা আওয়ামী লীগের অনেক সদস্যকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। মার্কিন প্রশাসন কি রাজনৈতিক সংশ্লিষ্টতা আমলে না নিয়ে সকল ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করবে?

জবাবে ম্যাথু বলেন, ‘আমরা এটা পরিষ্কার করেছি যে, সহিংসতার কোনও অজুহাত নেই। আর সেটা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে হোক অথবা যারা প্রতিবাদ করছে তারাই করুক না কেন, সহিংসতায় যে কেউ জড়িত থাকুক তাদের জবাবদিহি করা উচিত।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ